মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) শীর্ষক প্রকল্পের পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ১০টি ইউনিয়ন এবং দেবীগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়নে ৩০০ টি করে কেন্দ্র ২টি শিফটে মোট ১২০০ টি শিফটে সর্বমোট ৩৬,০০০ জন নিরক্ষরকে সাক্ষর দান করা হচ্ছে। উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য বোদা উপজেলায় পরস্পর নামক বেসরকারী সংস্থা এবং দেবীগঞ্জ উপজেলার জন্য ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থা কাজ করছে। গত ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে একযোগে শিক্ষা কেন্দ্রগুলো চালু করা হয়েছে। প্রতি উপজেলায় ১৫ জন করে ৩০ জন সুপারভাইজার ও ৬০০ জন করে ১২০০ জন শিক্ষক কাজ করছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায় গণজমায়েত করার জন্য উক্ত উপজেলা নির্বাহী অফিসারগণ বরাবর চেক প্রদান করা হয়েছে। শিক্ষক ও সুপারভাইজারদের প্রথম মাসের সম্মানী ভাতার ৫০% হারে সম্মানী প্রদানের নিমিত্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়গণ বরাবর চেক প্রদান করা হয়েছে। দ্বিতীয় মাসের সম্মানী ভাতার ৫০% হারে সম্মানী প্রদানের জন্য বরাদ্দ পাওয়া গেছে। উক্ত প্রকল্পের মেয়াদ ৬ মাস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস