Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

১। মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর প্রথম পর্যায়ে জেলার  বোদা, দেবীগঞ্জ ও  তেঁতুলিয়া উপজেলায় যাদের বয়স ১৫-৪৫ বছর এমন ৫৪০০০ জন নিরক্ষর নর-নারীকে মৌলিক সাক্ষরতা ও জীবন দক্ষতামূলক শিক্ষা প্রদান ও জীবিকায়ন দক্ষতা প্রশিক্ষণ দানের জন্য এনজিও নির্বাচন করা হবে।

২। জেলার ৩টি উপজেলায় ১৫-৪৫ বছর বয়সী ৫৪০০০ জন নিরক্ষর নারী-পুরুষকে মৌলিক সাক্ষরতা, জীবনদক্ষতা ও জীবিকায়ন দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হবে।

৩। পঞ্চগড় জেলার ৪টি উপজেলায় (পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা ও আটোয়ারী) উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি চলমান আছে। প্রতিটি উপজেলায় ৭০টি করে মোট ২৮০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি শিক্ষা কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছে। প্রতি ১৪টি শিখন কেন্দ্রের জন্য একজন সুপারভাইজার রয়েছে। জেলায় জেলা অফিস ও উপজেলায় ১টি করে অফিস রয়েছে। জেলা প্রোগ্রাম ম্যানেজার, একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ও   ১ জন সাপোর্টিং ষ্টাফ আছে। উপজলায় উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ও ১ জন সাপোর্টিং ষ্টাফ আছে। জেলায় মোট ৮৩২৫ জন শিক্ষার্থী রয়েছে। পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশ শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে । আটোয়ারী ‍উপজেলায় আপিএন সংস্থা এবং বোদা উপজেলায় উন্নয়ন পরিষদ সংস্থা শিক্ষা কার্যমক্র বাস্তবায়ন করছে।